যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধায় ‘নাইন–ইলেভেন’ স্মরণ

যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধায় 
‘নাইন–ইলেভেন’ স্মরণ

ওই সন্ত্রাসী হামলায় নিহত মানুষদের স্বজনেরা অনেকে গতকাল নিউইয়র্ক, পেন্টাগন ও পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে আয়োজিত স্মরণসভায় যোগ দেন। এ আয়োজনে বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদেরাও উপস্থিত হন। কেউ কেউ দিনটি নিজের মতো করে পালন করেছেন।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় বাবা রবার্ট লিঞ্চকে হারান জেমস। তিনি বলেন, পরিবারসহ নিজ শহরের নিউ জার্সির কাছাকাছি এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর দিনটি কাটাবেন সমুদ্রসৈকতে।

জেমস বলেন, ‘এ ধরনের শোক—আমার মনে হয় না কখনো চলে যায়।’ জেমস তাঁর সঙ্গী ও মাকে নিয়ে নিউইয়র্কের ম্যানহাটানে ৯/১১ বার্ষিকীর এক দিন আগে আয়োজিত এক দাতব্য কর্মসূচিতে অংশ নেন। ওই কর্মসূচিতে অসহায় মানুষের জন্য খাবার প্রস্তুত করতে হাজারো স্বেচ্ছাসেবক যোগ দিয়েছিলন। জেমস বলেন, ‘শোকের ভেতর আনন্দ খুঁজে পাওয়া—আমার কাছে মনে হয় এটা আমার বেড়ে ওঠার এক বড় অংশ।’

Explore More Districts