মোঃ বায়েজীদ হোসেন : আজ বৃহস্পতিবার গাজীপুর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকদের বদলি জনিত বিদায় ও নব যোগদানকৃত মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকেবি মুখ্য আঞ্চলিক কার্যালয় গাজীপুর মূখ্য অঞ্চলের কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে মুখ্য আঞ্চলিক কার্যালয় হল রুমে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেন মুখ্য আঞ্চলিক কর্যালয়ের (উপমহাব্যবস্থাপক) কাজী মোস্তাফিজুর রহমান, এবং নব যোগদানকৃত মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সোহরাব জাকির (উপমহাব্যবস্থাপক) কে। অনুষ্ঠানে বিকেবি মুখ্য আঞ্চলিক কার্যালয় গাজীপুরের ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মশিউর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোস্তাফিজুর রহমান, নব যোগদানকারী মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সোহরাব জাকির, মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন, গাজীপুর শাখা ব্যবস্থাপক (এজিএম) কার্তিক চন্দ্র সেন, ফুলবাড়ীয়া শাখা ব্যবস্থাপক মোঃ জামেনুর রহমান, কোনাবাড়ী শাখা ব্যবস্থাপক ছোটোন তালুকদার, সাওরাইদ বাজার শাখা ব্যবস্থাপক মোঃ তানজিমুল ইসলাম। এসময় গাজীপুর মুখ্য অঞ্চলের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
