চাঁদপুরের শাহরাস্তিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন মিলি আক্তার (২০) নামে এক নারী। অভাব-অনটনের মধ্যেও সন্তানদের লালন-পালনে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বাবা রিয়াদ হোসেন। যিনি পেশায় সিএনজিচালক। এমন সময় তাদের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন।
পৌর শহরের ৯নং ওয়ার্ডের পাঁচকড়ি মিয়াজী বাড়িতে নবজাতকদের জন্য তিনি দুধ, মা-বাবার জন্য মিষ্টি ও ফুল নিয়ে যান।
এ বিষয়ে ইউএনও নাজিয়া হোসেন বলেন, আমরা চাই তারা সুস্থভাবে বেড়ে উঠুক। প্রশাসনের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসতে হবে। পরিবারটি আর্থিক সংকটে থাকলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। শিশুগুলোর পরিবার জানায়, দুধ ও ওষুধ কিনতে হিমশিম খাচ্ছেন তারা। এ ছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে সন্তানদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হচ্ছে। সমাজের বিত্তবানরা যদি একটু সহযোগিতা করেন, বাচ্চাদের সুস্থ রাখতে পারবেন।
পরিবার জানায়, গত ২০ জুলাই প্রসববেদনা উঠলে মিলি আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই প্রথম সন্তান জন্ম নেয়। পরে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নুসরাতের তত্ত্বাবধানে জন্ম হয় আরও দুই সন্তানের। বর্তমানে তিন নবজাতকই চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ রয়েছে। তবে পর্যাপ্ত মায়ের দুধ না পাওয়ায় দুধ ও ওষুধ কিনতে হিমশিম খাচ্ছে পরিবারটি।
বাবা রিয়াদ হোসেন বলেন, “ইউএনও মহোদয় এসে দুধ, মিষ্টি, ফুল ও বাচ্চাদের জন্মসনদ দিয়েছেন। এমন মানবিক প্রশাসক আগে দেখিনি। আল্লাহ তাঁর মঙ্গল করুন।”
মা মিলি আক্তার বলেন, “আল্লাহ আমাকে তিন মানিক দিয়েছেন। কিন্তু মায়ের দুধ পর্যাপ্ত নয়। ইউএনও মেডাম দুধ ও ওষুধ কিনে দিয়েছেন, আমরা কৃতজ্ঞ।”
দাদি রওশন আরা বলেন, “ছেলে সিএনজি চালিয়ে যে টাকা আয় করে, তাতে দুধই জোটে না। সমাজের বিত্তবানরা যদি একটু সাহায্য করেন, আমরা বাচ্চাদের সুস্থ রাখতে পারব।”
শাহরাস্তি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, “এই মা স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন সন্তানের জন্ম দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নরমাল ডেলিভারি মা ও নবজাতক উভয়ের জন্যই কল্যাণকর।”
স্টাফ করেসপন্ডেট/ ১০ সেপ্টেম্বর ২০২৫