৯ September ২০২৫ Tuesday ৬:৩৯:৩৪ PM | ![]() ![]() ![]() ![]() |
বাবুগঞ্জ প্রতিনিধিঃ দলীয় মনোনয়ন ঘোষনার পর থেকেই মাঠে নেমে পরেছেন বরিশাল-৩( বাবুগঞ্জ-মুলাদী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যাক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
তিনি প্রতিদিন নেতাকর্মীদের নিয়ে তার নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও গ্রাম গঞ্জের আনাচেকানাচে ঘুরে বেড়াচ্ছেন। নিজের ও দলীয় প্রতীক দাঁড়ি-পাল্লার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজারে প্রচারণা চালায় অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। সকালে তিনি পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়, বায়লাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, আনোয়ার উদ্দিন মাদ্রাসা ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
বিকালে ময়দানেরহাট বাজারে, রেইনট্রি তলা ও বটতলা স্টেশনে জনসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাবুগঞ্জ শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফেজ মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, ইউনিয়ন জামায়েতর আমীর জাকির হোসেন, সাধারণ সম্পাদক জামাল হোসেন হাওলাদার, জেলা ছাত্র শিবিরের সাহিত্য ও প্রকাশনা সভাপতি শাহাদাত হোসেন, বাবুগঞ্জ সভাপতি সৌরভ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জনসংযোগকালে মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্বে ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালন কালে কোন দুর্নীতিতে জড়িত ছিলেন না। আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করি। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন। এ ছাড়াও সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়ন মূলক কাজে একত্রিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |