বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় বর্তমানে ৫ লাখ ভোট আছে এর মধ্যে ২ লাখ ৫৭ হাজারই মহিলা। আগামী দিনে এই ভোট আনার দায়িত্ব কিন্তু আপনাদের।আপনাদের বুঝতে হবে আপনারা কিন্তু বেশি সংখ্যক ভোটের প্রতিনিধিত্ব করছেন। যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে চান তাহলে আপনাদের এখন থেকেই কাজ করতে হবে। আমাদের শত্রু চিহ্নিত করতে হবে। এক সময় আমাদের শত্রু ছিলো আওয়ামী লীগ। কিন্তু এখনতো আওয়ামী লীগ নেই তাহলে আমাদের শত্রু কে? আমাদের শত্রু হলো জামায়াতে ইসলামী।জামায়াতে ইসলামের নারীরা কিন্তু মাঠে নেমে গেছে। তারা মানুষকে বুঝাচ্ছে জামায়াতে ভোট দিলে নাকি সে বেহেস্তে যাবে। এটি সম্পর্কে আপনারা মানুষকে বুঝাতে হবে। বিশেষ করে মহিলাদের বুঝাতে হবে।চাঁদপুরে মহিলা দলকে আরো শক্তিশালী করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী।
চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনুর রশীদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা সুপ্তা, পৌর মহিলা দলের সাধারন সম্পাদক নাহিদা সুলতানা সেতু, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাছিরিন রহমান।
স্টাফ রিপোর্টার/ ৯ সেপ্টেম্বর ২০২৫