৯ September ২০২৫ Tuesday ৭:৪৭:০১ PM | ![]() ![]() ![]() ![]() |
উজিরপুর সংবাদ দাতা :: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসার খ্রিস্টান পল্লীতে মামার ঘর থেকে এক সন্তানের জননী ন্যান্সি মন্ডল (২০)এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানের সূত্রে জানা যায়, মৃত ন্যান্সি মণ্ডল অঞ্জন মন্ডল এর কন্যা। পিতা মাতা মৃত্যুর পরে মামা বাড়িতে থেকে পড়াশোনা করত, গত দু’বছর আগে অবিবাহিত কলেজ পড়ুয়া ন্যান্সি মন্ডল একটি পুত্র সন্তান জন্ম দেন, এ নিয়ে এলাকায় অনেক আলোচনা সমালোচনা পরবর্তীতে স্থানীয় এক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সৈনিকের অভিযুক্ত করে আদালতে একটু ধর্ষণ মামলা করেন, পরবর্তীতে মোটা অংকের টাকার বিনিময়ে উল্লেখিত মামলাটি মীমাংস হয়, পরবর্তীতে বরিশাল শহরে বাসা ভাড়া নিয়ে থাকতো ওই তরুণী, গত ৮ /৯/২৫ তারিখ রাতে তার ছোট মামা সুমন পান্ডে সাথে মামা বাড়িতে আসেন, সকালে তার ঝুলন্ত লাশ দেখতে উজিরপুর মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক খ্রিস্টান পল্লীর একাধিক ব্যক্তির দাবি মেয়েটির সন্তান ও পূর্ববর্তী ধর্ষণ মামলার মীমাংসার টাকা নিয়ে তার মামাদের সাথে মনোমালিন্য হয়, স্থানীয়দের দাবি পুত্র সন্তান কোথায় আছে জানতেন না মেয়েটি, এবং তার মামারা তাকে বরিশালে বাসা ভাড়া এবং সামান্য কিছু বাজার খরচা দিল ও মীমাংসার কোন টাকা মেয়েটি পায়নি, এবং তাদের দাবি যে ঘরে মেয়েটি লাশ পাওয়া গেছে ওই ঘরের মধ্যে কোন দরজা নেই, এরকম একটি ঘরে মেয়েটি আত্মহত্যা করল অথচ মামা মামি কেউ টের পেলনা, বিষয়টি রহস্যজনক, নিহতের মামার পরিবারের দাবি মেয়েটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে।

উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, পরবর্তীতে আইনঅনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |