ঝিনাইগাতীতে নতুন করে হাঁসের খামার করে স্বপ্ন দেখছেন আব্দুস সামাদ – দৈনিক আজকের জামালপুর

ঝিনাইগাতীতে নতুন করে হাঁসের খামার করে স্বপ্ন দেখছেন আব্দুস সামাদ – দৈনিক আজকের জামালপুর




ঝিনাইগাতীতে নতুন করে হাঁসের খামার করে স্বপ্ন দেখছেন আব্দুস সামাদ – দৈনিক আজকের জামালপুর



ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার প্রতাব নগর রাস্তার সংলগ্ন নতুন করে হাঁসের খামার করে স্বপ্ন দেখছেন আলহাজ্ব আব্দুস সামাদ। তিনি ঢাকায় থাকতেন ৭ বছর আগে ঝিনাইগাতী উপজেলার প্রতাব নগর গ্রামে জমি ক্রয় করে বসবাস শুরু করেন। সে ২ একর পুকুর ১০ বছরের জন্যে লিজ নিয়ে মাছ চাষ সহ দেশী হাঁসের খামার দিয়ে একর ভিতর দুই মাছ ও হাস লালন পালন কাজ শুরু করেছেন। তার খামারে তিন হাজার হাঁস রয়েছে। এখন ডিম দেয়া শুরু করেছে প্রতিদিন যে পরিমাণ ডিম দেয় তা বাজারজাত করছেন। আব্দুস সামাদ জানান ্আমি নুতুন করে মাছ ও হাসের চাষ শুরু করেছি এখানে যে পরিমাণ অর্থ খরচ বিনিয়োগ করা হয়েছে তার দ্বিগুণের বেশি লাভ হবে বলে আশা করছি। যদি এবার লাভবান হই তাহলে সবার সহযোগিতায় বড় আকারে চাষ করার স্বপ্ন রয়েছে। এই খামারে দুইজন বেকারের কর্মসংস্থান হয়েছে একজনের মাসিক বেতন ১৫হাজার টাকা অন্য জনের ৮ হাজার টাকা। খামারটি দৃশ্যমান হওয়ার ফলে এলাকার শিক্ষিত বেকার যুবকরা এই ধরণের খামার করার জন্যে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ,টি,এম ফায়েজুর আকন্দ জানান, আমি খামারে গিয়ে পরামর্শ প্রদান করেছি। খামারে রোগ বালাই চিকিৎসার জন্যে পরিদর্শন করেছি। এ ধরণের খামারে ব্যাপক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বেকার যুবকরা প্রশিক্ষণ গ্রহণ করে খামারের প্রতি মনোযোগী হলে নিজে স্বাবলম্বী অপরদিকে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়ে অর্থনৈতিক ভাবে দেশ গঠনে ভূমিকা রাখবে বলে জানান।


Explore More Districts