সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সাথে সিলেট ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশনের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১২টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাদী পাবেল নেতৃত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সিলেট ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন উপদেষ্টা মোহাম্মদ আনিস, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, মোঃ নাজিম উদ্দীন, হাজী মোঃ ফজুর রহমান, শাহিন হোসেন, জয়নাল আবেদীন, ইমাম উদ্দিন কামাল, আহসান হাবিব, সঞ্চয় চক্রবর্তী, দিজেন দেব (দিজেন), লায়েছ আহমদ, আব্দুল মালিক মুন্না, আনোয়ার হোসেন রানা, অখিল চন্দ্র, পার্থ সারতী নাথ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সংগঠন উত্তরোত্তর সফতা কামনা করেন। তিনি আমাদের সকল ভালো কাজের প্রতি সমর্থনে সহযোগিতা থাকবে বলে নবগঠিত পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সকলের দোয়া কামনা করেন। আব্দুল হাদী পাবেল নেতৃবৃন্দের সবাইকে সাথে নিয়ে সংগঠন পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।