রাশেদা বেগম হীরার স্বামীর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির শোক প্রকাশ

রাশেদা বেগম হীরার স্বামীর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির শোক প্রকাশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য সংরক্ষিত আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হীরার স্বামী খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম মজুমদার ৭ সেপ্টেম্বর দিবা গত রাত ২টা ২৫ মিনিটে ঢাকা পিজি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।

জনাব রফিকুল ইসলাম মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি জননেতা জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম।

শোক বার্তায় বলেন, মরহুম রফিকুল ইসলাম মজুমদার একজন ভালো কর্মকর্তা ছিলেন। ব্যক্তি জীবনে সুনামের সাথে দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন এবং তিনি দেশ ও সমাজের অনেক কল্যাণময় কাজে নিয়োজিত ছিলেন। তাছাড়া তাছাড়া জাতীয়তাবাদের রাজনীতিতে তিনি তার স্ত্রী রাশেদা বেগম হীরাকে অনুপ্রাণিত এবং যথেষ্ট সহযোগিতা করেছেন।

মরহুম রফিকুল ইসলাম মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার -পরিজন, আত্মীয়-স্বজনের প্রতি জানান গভীর সমবেদনা।

প্রেস বিজ্ঞপ্তি/ ৮ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts