হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে করণীয় শীর্ষক সভা সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে দুর্গাপূজা পালনে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আপনারা ধর্মীয় গান বাজিয়ে পরিবার নিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ উপভোগ করবেন। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, আর কেউ কেউ আবার রাজনৈতিক ফায়দা লুটতে সমস্যা সৃষ্টি করতে পারে। এসব বিষয়ে আপনারা সজাগ থাকবেন। কোনো সমস্যা হলে সমস্যাগুলো ধৈর্য সহকারে সমাধান করতে হবে। ঘটনার সত্যতা জেনে, বড়ো আকার না করে ছোট করে সমাধান করে ফেলবেন। কোনো কিছু লুকানো যাবে না।
তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন মাগরিব নামাজের পরপরই শেষ করতে হবে।
তিনি আরো বলেন, অতীতের ন্যায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা মণ্ডপগুলোতে আপনাদের দায়িত্ব পালন করার পাশাপাশি এখন থেকে যেখানে প্রতিমা তৈরি হয় বা আনা হয় সেখানে পুলিশ সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সেখানে আনসার ভিডিপির সদস্যদের সাথে পূজা কমিটির স্বেচ্ছাসেবক সদস্য সবসময় মোতায়েন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুকুর চাকমা, কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল হাই, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার হোসেন সাইদী ও জনাব শারমিন রহমান।
এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বাবু তমাল কুমার ঘোষ’সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
স্টাফ করেসপন্ডেট/ ৮ সেপ্টম্বর ২০২৫