ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব ফেরাতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব ফেরাতে হবে

ডাকসুর ভিপি থাকাকালীন ছাত্র আন্দোলনের স্মৃতিচারণা করে মাহমুদুর রহমান মান্না বলেন, এখন বিশুদ্ধ পানি পান করিয়ে ভোট পাওয়া যায়। তাঁর সময়ে তিনি অনাবাসিক ছাত্রদের যাতায়াতে বাসের ব্যবস্থা করে হাততালিও পাননি। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত বড় বড় অর্জন, সেটা পানি পান করিয়ে, লাইব্রেরিতে বই দিয়ে বা হলে খাবারের মান উন্নত করে আসেনি। এসেছে সমাজের মুক্তির আন্দোলনের মধ্য দিয়ে।

জুলাই অভ্যুত্থানের উদাহরণ টেনে মাহমুদুর রহমান মান্না বলেন, সব কটি রাজনৈতিক দল ১৫ বছর ধরে আন্দোলন করেছে। কিন্তু সরকার নড়েনি। ছাত্ররা যখন নেমেছে, তখন সরকার নড়েছে।

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন (১৯৮৯) জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন। তিনি আলোচনা সভায় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্রসংগঠন অতীতে প্রভাবশালী রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে, ছাত্ররা তাদের গ্রহণ করেননি। এমনকি ছাত্র আন্দোলন থেকে নতুন যে দলগুলো হয়েছে, তাদেরও ছাত্রদের অনেকে পছন্দ করছেন না। ফলে এবারের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বেশি। তিনি মনে করেন, তাঁরাই নির্বাচিত হবেন, যাঁরা রাজনৈতিক দলের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

Explore More Districts