৭ September ২০২৫ Sunday ৩:৫২:০৬ PM | ![]() ![]() ![]() ![]() |
নগর প্রতিনিধি:

বরিশালে নতুন করে আরও ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার আগের ২৪ ঘণ্টায় এরা হাসপাতালে ভর্তি হন। বর্তমানে এখানে ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। নতুন ভর্তি হওয়া ১৯ জন নিয়ে হাসপাতালে এখন ৬৬ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিচ্ছি আমরা। এর আগের ২৪ ঘণ্টায় ১১ জন সুস্থ হওয়ার পাশাপাশি নতুন ১০ ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয়েছিল।
হাসপাতালের জনসংযোগ বিভাগ সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, চলতি বছরে এখানে মোট ১ হাজার ২২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ১৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ১১ জন। গত ২ দিন ধরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে উপ-পরিচালক শাহিন বলেন, আমাদের এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের সিংহভাগ বরগুনা জেলার বাসিন্দা। ওই জেলাতেই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |