শারদীয় দুর্গোৎসব ২০২৫কলাপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃত্বে মণ্ডপ কমিটি ও পুলিশের মতবিনিময়

শারদীয় দুর্গোৎসব ২০২৫কলাপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃত্বে মণ্ডপ কমিটি ও পুলিশের মতবিনিময়

৭ September ২০২৫ Sunday ৩:৩৮:১৯ PM

Print this E-mail this


শারদীয় দুর্গোৎসব ২০২৫কলাপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃত্বে মণ্ডপ কমিটি ও পুলিশের মতবিনিময়

সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট ও কলাপাড়া উপজেলার ৯ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কলাপাড়া থানা কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার মো. জহুরুল ইসলাম।এসময় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু সজল সমাদ্দার ও সদস্য সচিব বাবু দেবাশীষ সিকদারের (কালা) নেতৃত্বে উপজেলার ৯ টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এতে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু সজল সমাদ্দার বলেন, “ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবু দেবাশীষ সিকদার (কালা) বলেন, “পূজা মন্ডপ গুলোর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আমরা একযোগে কাজ করব।

”সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, “পুজা মণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”এ সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তি এবং থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts