সিলেটে দিনব্যাপী উৎসবমুখরতায় পালিত হলো ভাগবত জয়ন্তী

সিলেটে দিনব্যাপী উৎসবমুখরতায় পালিত হলো ভাগবত জয়ন্তী

সিলেটে দিনব্যাপী উৎসবমুখরতায় পালিত হলো ভাগবত জয়ন্তী

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসকন সিলেট মন্দিরে পালিত হয়েছে দিনব্যাপী ভাগবত জয়ন্তী উৎসব। রবিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় ইসকন সিলেট মন্দিরের উদ্যোগে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

ব্যতিক্রমধর্মী এ উৎসবে যোগ দিতে সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ সহস্রাধিক ভক্ত উপস্থিত হন। সকাল থেকেই ভক্তদের আগমনে মন্দির প্রাঙ্গণ মিলনমেলায় রূপ নেয়।

জগৎবাসীর প্রকৃত কল্যাণ—জড়জগতের মায়ার বন্ধন থেকে মুক্তি’ এই মূল শ্লোগানকে সামনে রেখে ইসকন ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারীর পরিচালনায় দিনব্যাপী চলে ভাগবত পারায়ণ, হরিনাম সংকীর্তন ও অগ্নিহোত্র যজ্ঞ।

ভক্তরা একসাথে পূর্ণ শ্রীমদ্ভাগবত পারায়ণ করেন। এদিকে শ্লোক পাঠ চলাকালেই অগ্নিহোত্র যজ্ঞে আহুতি দেওয়া হয়, যা ভক্তদের মাঝে গভীর আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।

আয়োজকদের ভাষ্যমতে, শ্রীমদ্ভাগবত পুরাণ হলো বেদের সারমর্ম। এতে ভগবান শ্রীকৃষ্ণের নানা লীলা ও শুদ্ধ ভক্তদের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো বর্ণিত হয়েছে। ভাদ্র পূর্ণিমা তিথিতে পালিত এই উৎসবে ভক্তরা ভাগবত পাঠ, ভাগবত পূজা এবং জীবনে শ্রীমদ্ভাগবতের শিক্ষা গ্রহণের সঙ্কল্প করেন। সবশেষে সকলের মধ্যে স্পেশাল প্রসাদ বিতরণ করা হয়।

Explore More Districts