নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৬০ – DesheBideshe

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৬০ – DesheBideshe

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৬০ – DesheBideshe

আবুজা, ০৭ সেপ্টেম্বর – নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার গভীর রাতে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বরনো অঙ্গরাজ্যের দারুল জামাল গ্রামের পাশাপাশি সামরিক ঘাঁটিতেও আঘাত হানে বোকো হারাম এবং অন্তত পাঁচ সেনা নিহত হন।

নাইজেরীয় বিমানবাহিনী জানায়, খবর পাওয়ার পরপরই বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ বোকো হারাম সদস্যকে হত্যা করা হয়। দারুল জামাল গ্রামটি নাইজেরিয়া-ক্যামেরুন সীমান্তে অবস্থিত এবং কয়েক বছর বাস্তুচ্যুত থাকার পর সম্প্রতি বাসিন্দারা ফিরে এসেছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলায় অন্তত ২০টি ঘরবাড়ি ও ১০টি যাত্রীবাহী বাস ধ্বংস হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শহর পুনর্গঠনে কাজ করা অন্তত ১৩ জন চালক ও শ্রমিককেও হত্যা করেছে বোকো হারামের সদস্যরা।

শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বরনো অঙ্গরাজ্যের গভর্নর বাবাগানা জুলুম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। কয়েক মাস আগে এ গ্রাম পুনর্বাসিত হয়েছিল এবং বাসিন্দারা স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। নাইজেরীয় সেনাবাহিনীর সদস্যসংখ্যা বর্তমান পরিস্থিতি সামলানোর জন্য যথেষ্ট নয়। নিরাপত্তা জোরদারে নতুনভাবে গঠিত ফোর্স ‘ফরেস্ট গার্ডস’ মোতায়েনের ঘোষণা দেন গভর্নর।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৭ সেপ্টেম্বর ২০২৫



Explore More Districts