পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ

পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও নাট্যকার অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ।

অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান ও আবুল হাসান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৯বম শ্রেণীর শিক্ষার্থী তাহসিন আবরার রাজ ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নওশীন জাহান প্রমুখ।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) এর জীবনী ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিল শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মাওলানা মহাসিন উদ্দিন। আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

Explore More Districts