জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের নামে একটি গ্রন্থাগার করেছে রাজধানীর মিরপুরের মডেল একাডেমি স্কুল। নাম দেওয়া হয়েছে ‘বীর শহীদ আহনাফ গ্রন্থাগার’। আজ শনিবার গ্রন্থাগারটির উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একেবারে শেষ দিকে, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মিরপুর–১০ নম্বরে গুলিতে নিহত হয় আহনাফ। সে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বয়স ছিল ১৭ বছর। মিরপুরের মডেল একাডেমি স্কুলের শিক্ষার্থী ছিল আহনাফ।
গ্রন্থাগার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আহনাফের আত্মত্যাগ তাৎক্ষণিকভাবে জুলাই আন্দোলনের গতি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুলাই গণ–অভ্যুত্থানে তার অবদান অপরিসীম। সে তার মাকে বলত, “মা, দেখো, একদিন আমি এমন কিছু করব, তোমরা আমার জন্য গর্বিত হবে।” বাস্তবে সে শুধু তার মা বা পরিবার নয়, পুরো বাংলাদেশকেই গর্বিত করেছে।’