ঢাকা, ০৬ সেপ্টেম্বর – বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক জোরদার ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
উল্লেখ্য, ইমরান হায়দার সম্প্রতি বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এর আগে মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। কূটনৈতিক ক্যারিয়ারে তিনি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন এবং ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে ডেপুটি হেড অব মিশনের দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ইমরান হায়দার মাদ্রিদ, দিল্লি, সংযুক্ত আরব আমিরাত ও জাতিসংঘের নিউইয়র্ক মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন এবং দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এ সাক্ষাৎকে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৬ সেপ্টেম্বর ২০২৫