৫ September ২০২৫ Friday ১:০১:৪৭ PM | ![]() ![]() ![]() ![]() |
বরগুনা প্রতিনিধি:

বরগুনায় মাদক সেবনে বাধা দেয়ায় ঘরে ঢুকে বশির ও রোজি নামের এক দিনমজুর দম্পতিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদেরকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় বশিরের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হওয়ার পাশাপাশি মাথার দুই জায়গায় ফেটে গেছে। আর রোজির ডান হাত ভেঙে যাওয়ার পাশাপাশি মাথার এক জায়গা ফেটে গেছে।
আহতরা জানান, তাদের বাড়ির সামনে বসে লোকজন নিয়ে মাদক সেবন করতেন স্থানীয় রাব্বি নামের এক যুবক। এতে প্রতিবাদ জানালে রাব্বি তাদের হুমকি–ধমকি দেন। এরপর বৃহস্পতিবার রাতে তারা স্বামী-স্ত্রী ঘরে ভাত খাচ্ছিলেন। এ সময় রাব্বি এসে তাদের ঘরের দরজায় ধাক্কা দেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই রাব্বি, রাব্বির বাবা সেলিম এবং রিপন কাজীসহ কয়েকজন তাদের পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
রোজি বলেন, ‘আমরা গরীব মানুষ। দিন আনি দিন খাই। আমাদের ছোট ছোট দুইটা সন্তান আছে। আমরা চরম অনিরাপদ হয়ে পড়েছি। চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমাদের নেই। আমরা এ ঘটনার বিচার এবং নিরাপত্তা চাই।’
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘খবর পেয়ে আহতদের কাছে পুলিশ গিয়েছিল। এ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |