রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকিদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকিদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকিদাতা আলী হুসেনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন।

মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মাহমুদ সাকলেম ও সদস্যসচিব রুহুল আমিন বলেন, ধর্ষণের মতোই ধর্ষণের হুমকি দেওয়া দণ্ডনীয় অপরাধ। তাই শুধু বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার যথেষ্ট নয়, হুমকিদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়া শুধু প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করে না, বরং শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন ওঠে।

Explore More Districts