৫ September ২০২৫ Friday ১:০৭:৪০ PM | ![]() ![]() ![]() ![]() |
বরগুনা প্রতিনিধি:

বরগুনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকার মীরপুর-১ এর শাহ আলী মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার নাম মো. ছলেমান (৪৮)। তিনি বরগুনার তালতলী উপজেলার জাকিরতবক গ্রামের ছাদেম আলী মীরের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব-৮ এর অন্তর্ভুক্ত পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসানের সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রেফতাকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার তালতলী থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |