এ মুহূর্তে ব্রাজিলের স্থায়ী একাদশ বাছাই করা গুরুত্বপূর্ণ, নাকি নতুনদের সুযোগ দেওয়া—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তির উত্তর, ‘প্রথমত, আমাদের ভিত্তি তৈরি করতে হবে। গত তিন ম্যাচে আমরা দেখিয়েছি দলটি রক্ষণে কতটা দৃঢ় হতে পারে। তিন ম্যাচেই ভালোভাবে রক্ষণ করেছি। এরপর আছে খেলোয়াড়দের ব্যক্তিগত মান, যা পার্থক্য গড়ে দেয়। এই ধারায় এগোতে হবে। গোল না খেয়ে আমরা যেমন খেলেছি, জয়ের সুযোগ অনেক বেশি থাকে।’
আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিলে এখন বাছাইপর্বে একটি ম্যাচ বাকি। আগামী বুধবার শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া। বলিভিয়া অষ্টম স্থানে থাকলেও সপ্তম হয়ে প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে এখনো।