কোতোয়ালী থানার অভিযানে মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্র আটক – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

কোতোয়ালী থানার অভিযানে মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্র আটক – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

কোতোয়ালী থানার অভিযানে মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্র আটক – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন
এনামুল হক ছোটনঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছেন। এ সময় তাদের হেফাজত থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গত ৩ জুন রোজ বৃহস্পতিবার রাত থেকে ৪ জুন রোজ শুক্রবার সকাল পযন্ত এই অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশ।কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার এর নির্দেশে তদন্ত ওসি ফারুক হোসেনের নেতৃত্বে এস আই মিনহাজ, এস আই আনোয়ার ও এস আই মাহফুজ ময়মনসিংহ সদর থেকে ১জন চোর ও ৪ জুন ভোরে ত্রিশাল থানায় অভিযান পরিচালনা করে আরও ৩ জন চোরকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। আসামীরা হলেন, মাসকান্দার আরিফ (২৫),ফুলবাড়িয়া থানার গোলাম ফারুক (২৮), ত্রিশালের মেহেদী হাসান (৩০) ও নাজমুল ইসলাম (৩৩)। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ নগরীর জনবহুল বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি হয়ে আসছিলো চাকুরীজীবি,ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ তাদের প্রয়োজনে নগরীর দোকান, ব্যাংক, জনবহুল মার্কেটের সামনে মোটর সাইকেল রেখে প্রয়োজনীয় কাজে গেলে এই চক্রটি দ্রুততম সময়ে মোটরসাইকেল চুরি করে স্বল্প সময়ে পালিয়ে যেতো। মোটর সাইকেল চুরির ঘটনায় মোটরসাইকেল মালিকরা কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন বিভিন্ন সময়। ব্যস্ততম বিভাগীয় নগরীর প্রাণকেন্দ্র থেকে দিনে দুপুরে পরপর মোটর সাইকেল চুরির ঘটনায় অভিযোগ হলে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী মডেল থানা পুলিশ চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মটর সাইকেল উদ্ধার ও আন্তঃজেলা চোর চক্রের সদস্যকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ বিষয়ে তদন্ত ওসি ফারুক হোসেন বলেন,গ্রেফতারকৃত চোরদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে পাঠানো হবে।তাছাড়া আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts