সংবাদ প্রকাশ: বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত

সংবাদ প্রকাশ: বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত

৪ September ২০২৫ Thursday ১০:৪২:৩৫ AM

Print this E-mail this


বরগুনা প্রতিনিধি:

সংবাদ প্রকাশ: বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত

সময় নিউজে সংবাদ প্রকাশের পর স্থগিত করা হয়েছে বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি। দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সাক্ষরিত এক চিঠিতে বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বিগত ২০-৮-২০২৫ ইং তারিখে অনুমোদিত বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কমিটির কার্যক্রম দলীয় শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হইল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপনাদের দলীয় সকল কার্যক্রম হইতে বিরত থাকার অনুরোধ করা হইল।’

এর আগে গত ২০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বরগুনা জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এ কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ও পদধারী নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন বরগুনা জেলা বিএনপির শীর্ষ নেতারা। এ নিয়ে গত ২৮ আগস্ট ‘মুক্তিযোদ্ধা দলের কমিটিতে সহ-সভাপতি হলেন আওয়ামী লীগ নেতা!’ শিরোনামে সময় নিউজে সংবাদ প্রকাশিত হয়। এতে বিষয়টি দৃষ্টিগোচর হয় কেন্দ্রীয় কমিটির।

এ বিষয়ে বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম তালুকদার বলেন, ‘বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত করার চিঠি আমার দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts