বাউফলে ধর্মান্তরিত যুবকের আত্মহত্যা: লাশের জানাযা হবে নাকি দাহ?
১ September ২০২৫ Monday ২:১৬:৪০ PM
অনলাইন নিউজ ডেস্ক:
ধর্মান্তরিত হওয়ার প্রায় ৪ মাস পর গ”লায় ফাঁ”স দিয়েছে আলভী আহম্মেদ জয় (২২) নামের এক যুবক। আলভীর আগের নাম ছিল জয়ন্ত দাস জয়। তার বাবার নাম কেশব চন্দ্র দাস। বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া গ্রামে তার বাড়ি। আলভী চলতি বছর ৮ মে ঢাকার ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার মাধ্যমে হিন্দু ধর্ম ত্যা”গ করে ইসলাম ধর্ম গ্রহ”ণ করেন। আলভী ধর্মা”ন্তরিত হওয়ার পর ঢাকার উত্তরা দক্ষিণখান এলাকায় একটি আধাপাকা টিনশেড ঘরের একটি রুমে ভাড়া থাকতো এবং একটি কলেজে অর্নাসে পড়াশুনা করতো। শনিবার (৩০ আগস্ট) দিবাগত গভীর রাতে তিনি ওই টিনশেড রুমের কাঠের আড়ার সাথে গলায় ফাঁ”স দিয়ে আ”ত্মহ”ত্যা করে। পরের দিন রবিবার (৩১ আগস্ট) সকালে ঘরের মালিক আলভীর সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকে ঝু”লন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লা”শ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে তার বড় ভাই বাপ্পীর কাছে লা”শ হস্তান্তর করে। আলভীর আ”ত্মহ”ত্যার সুনির্দিষ্ট কোন কারণ না জানা গেলেও স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে আলভী কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে একটি মুসলিম মেয়ের সাথে সম্পর্ক করে। ওই মেয়েকে বিয়ে করার জন্যই তিনি ধর্মান্তরিত হন। কিন্তু আলভী ধর্মান্তরিত হওয়ার কিছু দিন পর মেয়েটি তার সাথে যোগযোগ বন্ধ করে দেয়। এতে তিনি হতাশাগ্রস্থ হয়ে পড়েন। পরে নিরুপায় হয়ে গ”লায় ফাঁ”স দিয়ে আ”ত্মহ”ত্যা করেন। রবিবার দিবাগত রাতে আলভীর লা”শ সরাসরি নিয়ে আসা হয় বাউফলে গ্রামের বাড়ি। যেহেতু আলভী ধর্মান্তরিত হয়েছেন তাই লা”শ দাফন হবে নাকি দা”হ হবে সেই সিদ্ধান্ত পেতে লাশ নিয়ে আসা হয় বাউফল থানায়। এখনও থানার সামনে আলভীর লা”শ রাখা রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আজ সোমবার সকাল ১০টা ৫২ মিনিট ওসি থানায় না পৌঁছানোর কারণে আলভীর লা”শ দাফন হবে নাকি দা”হ হবে সেই সিদ্ধান্ত পাওয়া যায়নি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)