জাপা নেতার রোগ মুক্তি কামনায় সখীপুরে মিলাদ ও দোয়া – News Tangail

জাপা নেতার রোগ মুক্তি কামনায় সখীপুরে মিলাদ ও দোয়া – News Tangail

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (খুলনা বিভাগ) মনিরুল ইসলাম মিলন এর রোগমুক্তি কামনায় সখীপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে আজ সোমবার বাদ আসর সখীপুর জাতীয় পার্টির কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া  মাহফিলে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুস সামার সিকদার, সদস্য সচিব আয়নাল হক সিকদার, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আজহারুল ইসলাম মাস্টার, সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন, মো: সেলিম মিয়া, আলতাব হোসেন, আব্দুল আজিজ শ্রমিক নেতা জামাল হোসেন, জাতীয় যুব সংহতির আহ্বায়ক মনির হোসেন, ছাত্রনেতা ইমরান, রুবেল।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক এবং জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ এর সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

সে গত শুক্রবার সকালে হার্ট অ্যাটাক করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই সময় মনিরুল ইসলাম মিলনের রোগ মুক্তি কামনা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ এর মাগফেরাত কামনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনায় দোয়া করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts