‘দ্য হবিট’–এর এক কপির দাম ৭০ লাখ

‘দ্য হবিট’–এর এক কপির দাম ৭০ লাখ

প্রথমে ধারণা করা হয়েছিল যে নিলামে বইটির দাম ১০–১২ হাজার পাউন্ড পর্যন্ত উঠতে পারে। কিন্তু সারা বিশ্ব থেকে শত শত বিডারের অংশগ্রহণে দাম চড়ে ৪৩ হাজার পাউন্ডে পৌঁছায়।

নিলামঘরের বই–বিশেষজ্ঞ কাইটলিন রাইলি বলেন, প্রচ্ছদ ছাড়া প্রথম সংস্করণের জন্য এটি রেকর্ড দাম। বাড়ি পরিষ্কার করার সময় অনেক কিছুই আবর্জনায় চলে যায়। তাই যদি কেউ চিনতে না পারত, তাহলে বইটা খুব সহজেই হারিয়ে যেত।

Explore More Districts