সখীপুরে ডিঅমস এসোসিয়েশনের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন – News Tangail

সখীপুরে ডিঅমস এসোসিয়েশনের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন – News Tangail

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“addons”:1,”transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ডিঅমস এসোসিয়েশন (DUMS Association)-এর ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মঞ্জুরুল ইসলাম মিলন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান আকাশ। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক। সহ-সভাপতি পদে আছেন: ফরিদ হাসান, লিমন হাসান, মারুফ রায়হান, তাবাসসুম আফরিন রিয়া, শহিদুল ইসলাম পারভেজ ও মাসুম বাবুল।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন: পিয়াল আরিয়া, তৌহিদুল ইসলাম, জিহাদ আল রাজি, আল মামুন চৌধুরী, মিজানুর রহমান, ইউসুফ হাসান ও নাহিদ হাসান। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন: মাহবুব রাব্বি, সোহান তালুকদার, সোহাগ, মারুফ ও মঈন খান।

অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: – দপ্তর সম্পাদক: আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: রাফিউল ইসলাম রাফি, অর্থ সম্পাদক: মাহদি হাসান ইমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: রিপন আল মামুন, ধর্ম ও পাঠাগার বিষয়ক সম্পাদক: মাহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আজিজুল ইসলাম, ক্রিড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক: আব্দুল্লাহ আল রানা, সমাজসেবা বিষয়ক সম্পাদক: মারুফ, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক: সাখাওয়াত হোসেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন: আশিকুর রহমান, রাইদুল ইসলাম রাজু ও আতিক হাসান।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও মানবকল্যাণে নিবেদিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts