চাঁদপুর শহরের যানজট নিরসনে জেলা প্রশাসনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, চাঁদপুরের মানুষ প্রতিনিয়ত যানজটের ভোগান্তিতে পড়ছে। শহরে বাস, সিএনজি স্কুটার, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনের কারণে চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। অনেকেই ট্রাফিক আইন মানছেন না। ২০ বছর আগে এত যানবাহন ছিল না, এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে, অথচ আমাদের পৌরসভার সড়কগুলো এখনো সঙ্কীর্ণ। তাই ট্রাফিক আইন মানতেই হবে।
তিনি আরও বলেন, যানজট নিরসনে আমরা আপাতত কিছু সিদ্ধান্ত নিয়েছি। লাল ও সবুজ রঙের অটোরিকশা চলবে। সিএনজি স্কুটার দুটি রঙ—হলুদ ও সবুজ—চলাচল করবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব নিয়ম কার্যকর থাকবে। রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত উভয় রঙের সিএনজি ও অটোরিকশা চলতে পারবে। বিশেষ বিবেচনায় হাসপাতালে রোগী পরিবহনে সিএনজি ও অটোরিকশা শহরে প্রবেশ করতে পারবে। চাঁদপুর পৌরসভার বাইরে জেলায় উভয় রঙের সিএনজি ও অটোরিকশা চলাচল করতে পারবে।
তিনি আরও জানান, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর এলাকায় ট্রাক, লরি ও তেলের ভাউচার প্রবেশ করতে পারবে না। তবে মিনি পিকআপ প্রবেশ করতে পারবে। অন্য জেলার সিএনজিগুলো শহরের বাইরে নির্ধারিত স্ট্যান্ডে যাত্রী উঠানামা করবে। বাস অবশ্যই স্ট্যান্ডের ভেতর থেকে চলতে হবে, কোনোভাবেই রাস্তার সামনের যাত্রী ওঠানামা করা যাবে না।
জেলা প্রশাসক বলেন, ১০ সেপ্টেম্বর থেকে নতুন নিয়মে অটোরিকশা চলাচল শুরু হবে। ওই দিন লাল অটো চলবে, পরের দিন সবুজ অটো। ভাড়া বৃদ্ধি করলে তাদের চলতে দেওয়া হবে না। ১ পয়সাও ভাড়া বাড়ানো যাবে না। আমি লাইসেন্স দেব স্থানীয় চালককে, মালিককে নয়।
সভায় পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব পিপিএম বলেন, যদি কালারভিত্তিক সিএনজি স্কুটার চলাচল হয়, তাহলে শহরে আর যানজট থাকবে না। লরি যখন শহরে প্রবেশ করে তখন অন্য কোনো গাড়ি চলতে পারে না। তবে সকাল ৮টার আগে যদি পৌর এলাকা পার হয়ে যায় তাহলে সমস্যা নেই। বাইরের জেলার সিএনজি শহরে প্রবেশ করলে আমাদের ট্রাফিক পুলিশ নিয়মিত ব্যবস্থা নিচ্ছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক রাখতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া এ কাজ সম্ভব নয়।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরে কর্তব্যরত সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আশরাফ, চাঁদপুর পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংবাদিক শরিফুল ইসলাম, মোসাদ্দেক আল আকিব, এখন টিভির প্রতিনিধি তালহা জুবায়ের,, কুমিল্লা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের মোঃ শাহ আলম এবং জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, ট্রাফিক ইন্সপেক্টর নিউটন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি মোঃ লিটন, সিএনজি স্কুটার শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিপন হোসেন প্রমুখ।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ৩১ আগস্ট ২০২৫