নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে সখীপুর উপজেলার হতেয়া রেঞ্জের কড়ইচালা বিটাধীন রাঙ্গামাটিয়া এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের চুরে যাওয়া তিন ট্রাক গাছ জব্দ করেছে বন বিভাগ।
এলাকাবাসী ও বন বিভাগ জানায়,সোমবার ভোরে কড়ইচালা বিটাধীন রাঙ্গামাটিয়া এলাকায় বহুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান ও তার ভাগ্মে আজিজুল মোল্লা ও আমিনুল ইসলাম মিলে সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান বৃক্ষ অবাধে কর্তন করে। সোলায়মানের ভাগ্নে আজিজুল মোল্লা একই ওয়ার্ডের বিএনপির সভাপতি। খবর পেয়ে বন বিভাগের লোকজন কর্তনকৃত বৃক্ষ গুলো জব্দ করে বিটে নিয়ে আসে। কড়ইচালা বিট অফিসার মোশারফ হোসেন বলেন, সংরক্ষিত সামাজিক বনাঞ্চলের কর্তনকৃত গাছগুলো জব্দ করে বিটে নিয়ে আসা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।