চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
রোববার (২৪ আগস্ট) দুদক চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে আউটডোর ও ইনডোর সেবাদান প্রক্রিয়া পর্যালোচনা করে।
এসময় ডাক্তার-স্টাফদের উপস্থিতি, ভর্তি রোগীদের ওয়ার্ড, সেবাপ্রার্থীদের অভিজ্ঞতা এবং বিভিন্ন রেকর্ডপত্র খতিয়ে দেখা হয়।
দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ জানান, অভিযানকালে সেবাদানে ধীরগতি, ডাক্তারদের হাজিরা তালিকায় অসঙ্গতি এবং ওয়ার্ডে অপরিচ্ছন্নতা চোখে পড়ে। তবে অতিরিক্ত ফি আদায় বা দালালের উপস্থিতি পাওয়া যায়নি।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানের অভাব রয়েছে, যার কারণে সেবায় সমস্যার সৃষ্টি হচ্ছে।
এমজে/সিটিজিনিউজ