বরিশালে ভাইয়ের চোখ উঠিয়ে নেয়ার ঘটনায় অভিযুক্ত এক ভাই গ্রেপ্তার

বরিশালে ভাইয়ের চোখ উঠিয়ে নেয়ার ঘটনায় অভিযুক্ত এক ভাই গ্রেপ্তার

২৮ August ২০২৫ Thursday ৮:১০:৪৯ PM

Print this E-mail this


বরিশালে ভাইয়ের চোখ উঠিয়ে নেয়ার ঘটনায় অভিযুক্ত এক ভাই গ্রেপ্তার

বরিশালের মুলাদী উপজেলায় বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নেয়ার ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার জানান, মুলাদী থানায় এ ঘটনায় আহতের বাবাসহ মোট ৮ জনকে আসামি করে মামলা হওয়ার পর পরই পুলিশের একটি টিম মাঠে নামে। সকালে গোপন সংবাদের ভিত্তিতে মামলার ১নং আসামি স্বপন বেপারীকে জেলার উজিরপুর উপজেলার মসাং গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত স্বপন বেপারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক ভাইকে দুই ভাই নির্মমভাবে নির্যাতন করে দুই চোখ উৎপাটন করে। 

তবে বিষয়টি এলাকায় জানাজানি হয় পরদিন শনিবার । এরপরই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া ২৮ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, দুই-তিনজন মিলে এক ব্যক্তিকে মাটিতে চেপে ধরে আঙুল দিয়ে তার চক্ষু উৎপাটন করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts