পাথর লুটের মিথ্যা অপবাদের প্রতিবাদে রাজপথে সিলেট জামায়াত

পাথর লুটের মিথ্যা অপবাদের প্রতিবাদে রাজপথে সিলেট জামায়াত

পাথর লুটের মিথ্যা অপবাদের প্রতিবাদে রাজপথে সিলেট জামায়াতসিলেটের বহুল আলোচিত সাদাপাথর লুটকাণ্ডে দুর্নীতিদমন কমিশনের (দুদক) বরাতে স্থানীয় কয়েকজন জামায়াত নেতার নাম একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। সেই প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়ে এবার সরাসরি রাজপথে নামার ঘোষণা দিয়েছে সিলেট জামায়াত।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে—আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৫টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সেখানে সমাবেশে রূপ নেবে। এতে মহানগর ও জেলা জামায়াতের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি সাদাপাথর লুটের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এক জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদনে দুদকের বরাত দিয়ে সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম ও জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিনের নাম উল্লেখ করা হয়।

প্রতিবেদন প্রকাশের পরপরই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায় জামায়াত। নেতারা দাবি করেন, “পাথর লুটপাটের সঙ্গে কোনো নেতাকর্মী জড়িত নয়, বরং পরিকল্পিতভাবে জামায়াতকে কালিমালিপ্ত করতে অপপ্রচার চালানো হচ্ছে।”

সংবাদ সম্মেলনের পর থেকে বিবৃতি ও নানান কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়ে আসা জামায়াত আজ আনুষ্ঠানিকভাবে রাজপথে নামছে। এ কর্মসূচিকে ঘিরে কোর্ট পয়েন্ট এলাকায় সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীও।

ডিএস/এমসি

Explore More Districts