নাফ নদীতে আবারও ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি – Chittagong News

নাফ নদীতে আবারও ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি – Chittagong News

কক্সবাজারের টেকনাফ উপকূলে আবারও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কবলে পড়েছে বাংলাদেশি জেলেরা। এবার নাফ নদীর মোহনা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ ৭ জন রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে সশস্ত্র এ গোষ্ঠী।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে, শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায়, যখন ট্রলারটি বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে টেকনাফে ফিরছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, আটক ট্রলারটি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার বাসিন্দা উমর ছিদ্দিকের মালিকানাধীন ছিল। ট্রলারে মোট ৭ জন জেলে ছিলেন।

তিনি জানান, ট্রলারের মাঝি এবাদুল্লাহ মোবাইল ফোনে তাকে জানান, স্পিডবোটে করে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে ট্রলারটিকে থামিয়ে জেলেদের জিম্মি করে। পরে তাদের নিয়ে যাওয়া হয় মিয়ানমারের ফাতংজা খাল এলাকায়।

এই ঘটনায় চলতি আগস্ট মাসেই মোট ৪০ জন বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে পড়ল। গতকাল রোববার (২৪ আগস্ট) আরও ১৪ জন জেলে ও দুটি ট্রলার, তার আগের দিন শনিবার (২৩ আগস্ট) ১২ জেলে ও একটি ট্রলার, ১২ আগস্টে ৫ জন জেলে, এবং ৫ আগস্টে ২ জন জেলে ধরে নিয়ে যায় তারা।

স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত আরাকান আর্মি মোট ২৪৪ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন,

“বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। পরিস্থিতি উদ্বেগজনক। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর জন্য জোর দাবি জানাচ্ছি।”

ঘনঘন এই অপহরণে উপকূলীয় এলাকার জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই জীবনের ঝুঁকিতে মাছ ধরতে যেতে বাধ্য হচ্ছেন। স্থানীয়দের দাবি, দ্রুত নাফ নদী ও বঙ্গোপসাগরের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts