ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রিপদ (সহকারী শিক্ষক) ৯ম গ্রেডে উন্নীত করাসহ চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন এর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ ময়মনসিংহের শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে ময়মনসিংহ নগরীর জেলা শিক্ষা অফিসার কার্যালয়ের মূল ফটকের সামনে শতাধিক শিক্ষকরা একত্রিত হয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন- আমরা শিক্ষকরা দীর্ঘদিন ধরে এন্ট্রিপদ নবম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়ে আসছি, যা জাতীয় শিক্ষানীতিতেও উল্লেখ রয়েছে। আমদের দাবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের (সহকারী শিক্ষক) এন্ট্রিপদ নবম গ্রেডে উন্নীত করতে হবে এবং চার স্তরীয় পদসোপান (সরকারি কলেজের মতো) বাস্তবায়ন করতে হবে। মাধ্যমিক শিক্ষার জন্য স্বতন্ত্র শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে। ১৯৭৩ সালে সহকারি শিক্ষক পদের সাথে পিটিআই ইন্সট্রাক্টর, সমাজসেবা কর্মকর্তা, থানা প্রাথমিক কর্মকর্তা, সাবরেজিস্টার ও পুলিশ পরিদর্শক ছিলো ৬ষ্ঠ গ্রেড। কিন্তু ১৯৭৭ সালে সরকারী শিক্ষক পদ ও পিটিআই ইন্সট্রাক্টর পদ ১০ম গ্রেড করা হয়। অপরদিকে সমাজসেবা কর্মকর্তা, থানা প্রাথমিক কর্মকর্তা এবং সাবরেজিস্টার পদ ১১তম গ্রেড করা হয়। ১৯৮৫ সালে সমাজসেবা কর্মকর্তাদেরকে ৯ম গ্রেডে উন্নীত করা হয়। একই ধারাবাহিকতায় ১৯৯১ সালে সাবরেজিস্টারকে একই গ্রেডে উন্নীত করা হয়। ১৯৯৭ সালে থানা প্রাথমিক কর্মকর্তা এবং পিটিআই ইন্সট্রাক্টরকে ৯ম গ্রেডে উন্নীত করা হয়। কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের (সহকারী শিক্ষক) যেটা শুরুতে ছিলো ১০ গ্রেড, সেটা আজ ২০২৫ সাল পেরিয়ে যাচ্ছে কিন্তু অদ্যাবদি পর্যন্ত তা বহাল রয়ে গেছে। আমরা এজন্য চরমভাবে বৈষম্যের শিকার, বঞ্চনার শিকার হচ্ছি, অর্থনৈতিকভাবে, প্রশাসনিক ভাবে
একাডেমিকভাবে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এর ফলে আমাদের জীবন মানোয়ন্নয়ন করতে পারছি না এই বৈষম্যের কারনেই। আমরা মাধ্যমিক স্তরকে সাজাতে চাই, উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই, সেই জন্য আমাদের এই বৈষম্য দুর করে আমাদেরকে ৯ম গ্রেডে উন্নীতসহ আমাদের যৌক্তিক দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেছি এবং আশা করছি, সরকার দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে। আমাদের এই কর্মসূচি সারা বাংলাদেশের প্রত্যেক জেলায়
একযোগে পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা ময়মনসিংহেও শান্তিপূর্ণভাবে মানববন্ধন পালন করছি। তবে আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রিপদ (সহকারী শিক্ষক) নবম গ্রেডে উন্নীত করাসহ চার স্তরীয় পদসোপান চালু না করা হলে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করব, আমরা আরো কঠোর আন্দোলন করবো, প্রয়োজনে ক্লাস বর্জন করব। তাতেও যদি সমাধান না হয় তাহলে আমরা আাদালতে মামলা দায়ের করবো। এছাড়াও আমরা ২০ আগষ্ট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিবো।
মানববন্ধনে বক্তব্য রাখেন-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (সহকারি শিক্ষক) আল রাজিব, কামরুজ্জামান সোহাগ, আব্দুল হামিদ খান ভাষানী, গোলাম মোস্তফা ও রফিকুল ইসলামসহ প্রমুখ। এ সময় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক
(সহকারী শিক্ষক) মানববন্ধনে অংশ নেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।