২৭ August ২০২৫ Wednesday ৪:০৭:৩৩ PM | ![]() ![]() ![]() ![]() |
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা ::-বরিশালের উজিরপুর উপজেলায় রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার হস্তিশুন্ড মোড়াকাঠি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ও ইউনিয়ন প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি বিদ্যালয়ের সভাপতি তারিখ বিন হক সবুজ (মোল্লা), ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কবির হাসান শাহীন ও আব্দুল আজিজ, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ রিপন এবং রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের সদস্য মোঃ কালাম মোল্লা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ নুরুল ইসলাম মোল্লা। তিনি রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের অতীতের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন— “এই সংগঠনের হিডেন কর্ণধার কর্নেল আনোয়ার হোসেন দীর্ঘদিন আরালে থেকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও সামাজিক উন্নয়ন খাতে গ্রাম থেকে শহর পর্যন্ত সারাদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই অবদান দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তাই তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলে দোয়া করবেন।
”এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নাসির উদ্দিন।সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম, নাজমুল হক মুন্না, অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধী সমাজ উপস্থিত ছিলেন।
প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে একে একে গাছের চারা বিতরণ করা হয়।রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের কর্মযজ্ঞরহিমা-ফাতেমা ফাউন্ডেশন ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়মিতভাবে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ পর্যন্ত ফাউন্ডেশনটি—গৃহনির্মাণ সহায়তা,শিক্ষা সহায়তা,চিকিৎসা সহায়তা,অসহায় মানুষের পাশে দাঁড়ানো,বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে।এবারের বৃক্ষরোপণ কর্মসূচি তারই ধারাবাহিকতায় পরিবেশ ও জলবায়ু রক্ষায় এক প্রশংসনীয় পদক্ষেপ।কর্নেল আনোয়ার হোসেনের নিবেদিতপ্রাণ নেতৃত্বরহিমা-ফাতেমা ফাউন্ডেশনের নেপথ্যের প্রেরণাদাতা কর্নেল আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। আলোচিত না হলেও তিনি নিরবে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও মানবিক সহায়তায় অসামান্য ভূমিকা রেখে চলেছেন। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের অবহেলিত মানুষও তার উদ্যোগের মাধ্যমে উপকৃত হচ্ছে। তার অনন্য অবদান সমাজে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। এজন্য সংগঠনের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।
রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের এ আয়োজন শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচিই নয়, বরং আগামী প্রজন্মকে প্রকৃতিপ্রেমী, পরিবেশবান্ধব ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার এক মহৎ প্রয়াস। এ ধরনের উদ্যোগ সমাজ ও দেশের টেকসই উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিঃসন্দেহে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |