রামুতে ভ য়া ব হ সড়ক দু র্ঘ ট না: এক পরিবারের চারজনের করুণ মৃ ত্যু – Chittagong News

রামুতে ভ য়া ব হ সড়ক দু র্ঘ ট না: এক পরিবারের চারজনের করুণ মৃ ত্যু – Chittagong News

কক্সবাজারের রামুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একে একে প্রাণ হারালেন একই পরিবারের চার সদস্য। রোববার সন্ধ্যায় সংঘটিত দুর্ঘটনায় প্রথমে প্রাণ হারান বাবা ও ছেলে। সোমবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান মা ও মেয়ে।

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে। এতে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের।

নিহতরা হলেন: ব্যারিস্টার ইয়াসিন আহমেদ (৩৪), তাঁর ছেলে ইয়াজান (৩), মা সালমা আহমেদ (৬০), বোন ডা. সুমাইয়া আহমেদ (৩৩)।

তাঁরা সবাই ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন এবং টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, একটি চট্টগ্রামগামী মারশা পরিবহনের বাস ও ঢাকামুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলে ব্যারিস্টার ইয়াসিন আহমেদের মৃত্যু হয় এবং তার তিন বছরের ছেলে ইয়াজানকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় তার মা ও বোনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ আগস্ট) সকালে তাঁদেরও মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত বাস ও প্রাইভেটকার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts