ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় বৈষম্যবিরোধী ব্যানারে বাধা দেয়ার অভিযোগ

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় বৈষম্যবিরোধী ব্যানারে বাধা দেয়ার অভিযোগ

১৩ July ২০২৫ Sunday ৯:৩৭:৫৬ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় বৈষম্যবিরোধী ব্যানারে বাধা দেয়ার অভিযোগ

ঝালকাঠিতে এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রায় দফায় দফায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে। পরে কর্মসূচি সংক্ষিপ্ত করে নেতারা ঝালকাঠি ছাড়েন। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের মদদপুষ্ট একটি গ্রুপ পদযাত্রা করলে শহরের গার্লসস্কুল মোড় এবং কাপুড়িয়াপট্টি এলাকায় দফায় দফায় বাধা দেয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় প্রথমে জড়ো হয়। সেখান থেকে পদযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণের সময় গার্লস স্কুল মোড়ে ভুয়া ভুয়া স্লোগানে তুলে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে একদল ছেলে-মেয়ে হৈ চৈ শুরু করে। পরে সেখান থেকে শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন নাহিদ। 

সেখান থেকে আবারও শহরে পদযাত্রা শুরু করলে ফের বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে একদল ছেলে-মেয়ে স্লোগান দিতে থাকে। ফলে শহরে পদযাত্রা না করেই নাহিদসহ নেতারা ঝালকাঠি ছাড়েন। 

বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে বিক্ষুব্ধদের দাবি, ঝালকাঠিতে আওয়ামী ফ্যাসিবাদীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। 

এদিকে কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ করে এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাঈনুল ইসলাম মান্না বাধাদানকারীদের আওয়ামী লীগের দালাল বলে অভিযোগ করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts