বিএনপির ইতিবাচক সংবাদ বর্জনের হুঁশিয়ারি বরিশালের সাংবাদিকদের

বিএনপির ইতিবাচক সংবাদ বর্জনের হুঁশিয়ারি বরিশালের সাংবাদিকদের

১৩ July ২০২৫ Sunday ১১:১৮:৪৫ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বিএনপির ইতিবাচক সংবাদ বর্জনের হুঁশিয়ারি বরিশালের সাংবাদিকদের

হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বিএনপির ইতিবাচক সব সংবাদ বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন বরিশালের সংবাদকর্মীরা।

সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে পদ স্থগিত হওয়া বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিনের করা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা এই হুঁশিয়ারি দেন।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রেস ক্লাব-রিপোর্টার্স ইউনিটি এবং সাংবাদিক ইউনিয়নসহ বরিশালের সব সাংবাদিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তারা বলেন, সংবাদ প্রকাশ হলেই মামলা দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি ও ফ্যাসিবাদের নমুনা।

মামলা করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা যাবে না তার প্রমাণ জুলাই অভ্যুত্থান। কোনো সংবাদ নিয়ে অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলে যেতে পারেন যে কোনো ব্যক্তি। কিন্তু তা না করে সংবাদকর্মীর বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দেওয়ার মানে স্বাধীন সাংবাদিকতাকে দমন করার অপচেষ্টা।

সাংবাদিকরা বলেন, আমাদের কলম চেপে না ধরে দেশের অন্যায়-অবিচার তুলে ধরার সুযোগ দিতে হবে। দেশের সার্বিক উন্নয়নে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। উল্টো যদি আমাদের কাজে কেউ বাধা দেয় তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

মানববন্ধন শেষে বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে সংবাদকর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে মামলা-সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এবং দায়ের করা মামলা প্রত্যাহারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন, বরিশাল প্রেস ক্লাব ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা বেগম ও কাজী আল মামুন, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক নুরুল আলম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি পুলক চ্যাটার্জি, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ আহম্মেদ, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

গত বছরের ১১ আগস্ট পদ স্থগিত নেত্রী বিলকিস জাহান শিরিনসহ তার পরিবারের বিরুদ্ধে কয়েক শ বছরের পুরোনো একটি পুকুর দখলচেষ্টার অভিযোগে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশ করেছিলেন আকতার ফারুক শাহিন। ওই সংবাদ প্রকাশের ১১ মাস পর চলতি মাসের প্রথম সপ্তাহে শাহিনের বিরুদ্ধে মামলাটি করেন বিএনপির এই নেত্রী। আকতার ফারুক শাহিন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts