১৩ July ২০২৫ Sunday ১২:৩৫:০০ AM | ![]() ![]() ![]() ![]() |
নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধী ৯নং দপদপিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নাসির হাওলাদার নামে এক বিএনপি নেতাকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ঝালকাঠি জেলা ডিবি পুলিশ আটক করেন।
স্থানীয় সূত্রে জানাগেছে: নাসির হাওলাদার ইউনিয়নের চরকয়া গ্রামের মোঃ সামসু হাওলাদার ছেলে। এছাড়াও নাসির হাওলাদার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় দীর্ঘদিন যাবত চায়ের দোকানের আড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় গোটা ইউনিয়নে মাদক ব্যবসা করে যাচ্ছেন! স্থানীয়রা আরও জানান নলছিটি পৌরসভার ১নং ওয়ার্ডের সুমন হাওলাদার নামে চিহ্নিত মাদক ব্যবসায়ী তার ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানাগেছে। সুমন হাওলাদার নলছিটি থানার স্টাফ পরিচয় দিয়ে তারই ধারাবাহিকতায় নাসির হাওলাদার মাদক কারবারি করেন। এছাড়াও চরকয়া ভুট্টো হাট এলাকায় রমিজ হাওলাদার নামে এক যুবকের জড়িত থাকার অভিযোগ পাওয়াগেছে আজ তার নিজ বাড়ির সামনে ইয়াবা বিক্রি করার সময় হাতে নাতে ঝালকাঠি জেলা ডিবির পুলিশ আটক করেন।
স্থানীয়দের দাবী মাদক যুবসমাজ ধংস করে দেয় আমাদের সন্তানদের নিরাপত্তার স্বার্থে এদের আইনের আওতায় এনে শাস্তির দাবি। এরা যেন অর্থের বিনিময়ে
ছাড়া না পায়। এদের সাথে জড়িতদের অতিদ্রুত গ্রেফতার করা হউক। এ ছাড়া ও আরও জানান রাজনীতি দল কে যারা ব্যাবহার করে অপকর্ম করে তারা সমাজের শত্রু দেশের শত্রু। বিগত আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই ধরনের ঘটনা দপদপিয়া ইউনিয়নে ঘটে নায়। আওয়ামী লীগ সরকার থাকাকালীন রাতে বেলায় দরজা খোলা রয়েছে। এখন আমরা সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী আমাদের জীবনের নেই কোন নিরাপত্তা। সুদৃষ্টি কামনা করছি ঝালকাঠি জেলা প্রশাসক মহোদয়ের।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |