বিজিবির বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ভারত সীমান্তের ভেতরে মোখলেছুর রহমানকে আটক করে বিএসএফ। তিনি অবৈধভাবে ভারত সীমান্তে অনুপ্রবেশ করেছিলেন। পরে শনিবার সকালে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক করে তাঁকে হস্তান্তর করে বিএসএফ। বিজিবি সদস্যরা পরে মোখলেছুর রহমানকে গোয়াইনঘাট থানা–পুলিশের কাছে হস্তান্তর করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমেদ বলেন, ভারতের মেঘালয় থেকে মোখলেছুর রহমানকে আটক করে বিএসএফ। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা আছে।