চন্দনাইশে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসাইন – Chittagong News

চন্দনাইশে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসাইন – Chittagong News

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে নির্মাণাধীন ত্রিতলবিশিষ্ট মডেল মসজিদের কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসাইন।

শুক্রবার (৫ জুলাই) আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষা সৈনিক আবুল কালাম আজাদের নামে নির্ধারিত জমিতে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারায় আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, “চন্দনাইশের মানুষের বহুদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এই মসজিদ শুধু নামাজের স্থান নয়, হবে একটি ইসলামিক গবেষণা ও সামাজিক উন্নয়নের কেন্দ্র।”

প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদে একসঙ্গে প্রায় ১২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদে থাকছে আধুনিক কনফারেন্স হল, অন্ধ মুসল্লিদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা, হক্কানী আলেম ও পীর-মাশায়েখদের থাকার ব্যবস্থা, মৃতদেহ গোসলের ঘর, ইসলামিক লাইব্রেরি, পর্যাপ্ত পার্কিংসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন সুবিধা।

ড. খালিদ হোসাইন আরও বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি হতে পারে একটি শান্তি, শিক্ষা ও ঐক্যের কেন্দ্র। এই মডেল মসজিদগুলো মুসলিম সমাজের চেতনায় ইতিবাচক পরিবর্তন আনবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান, ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের পরিচালক মো: শহিদুল আলম, উপ-প্রকল্প পরিচালক ফেরদৌস উজ জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা, ওসি নুরুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে ভাষা সৈনিক আবুল কালাম আজাদের ছেলে শাহজাহান আজাদ, বিএনপি নেতা এম.এ. হাশেম রাজু, চট্টগ্রাম-১৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাদাত হোসেন, উপজেলা জামায়াত আমীর মাওলানা কুতুবউদ্দিন, পৌরসভা আমীর কাজী কুতুবউদ্দিন, দোহাজারী পৌরসভার আমীর এম. জমির উদ্দিন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, রহমানীয়া জামে মসজিদের খতিব মাওলানা মোজাহের কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts