তারকাদের অস্ত্রোপচার নিয়ে জল্পনার শেষ নেই। অনেক তারকা আগে এ বিষয়ে মুখ না খুললেও ইদানীং এ বিষয়ে আর রাখঢাক করেন না। বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার অস্ত্রোপচার নিয়েও অনেক কথা হয়েছে। এবার এক সাক্ষাৎকারে অভিনেত্রীর সিনেমার এক প্রযোজক জানালেন তাঁর অস্ত্রোপচারের কথা। আর এই অস্ত্রোপচারের পরামর্শ যে তিনিই দিয়েছিলেন, সে কথাও জানিয়েছেন প্রযোজক।
পরামর্শ দিয়েছিলেন প্রযোজকই
২০০৩ সালে মুক্তি পায় কানওয়ার পরিচালিত হিন্দি সিনেমা ‘আন্দাজ’। এ ছবিতে অভিনয় করেন অক্ষয় কুমার, লারা দত্ত ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবির প্রযোজক সুনীল দর্শন কথা বলেন প্রিয়াঙ্কার অস্ত্রোপচার নিয়ে। সুনীল বলেন, ‘আমি ওকে বলেছিলাম, তোমার নাকটা নিয়ে কিছু একটা করো। ও নিজেও জানত এটা দরকার। ওর মা–বাবা দুজনেই ছিলেন চিকিৎসক, তাই তাঁরা সঙ্গে সঙ্গেই সেটি সারিয়ে ফেলেছিলেন।’
এ বক্তব্যের সূত্র ধরেই পুরোনো এক অধ্যায় আবার আলোচনায় ফিরে এসেছে। সৌন্দর্য প্রতিযোগিতা জয়ের পর বলিউডে পা রাখা প্রিয়াঙ্কার ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমা ‘আন্দাজ’। ছবিটি মুক্তির পরই অভিনেত্রীর নাকের পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছিল। এবার জানা গেল, প্রিয়াঙ্কা সত্যিই অস্ত্রোপচার করেছিলেন।