৮ জুলাই ২০২৫ | নড়াইলকণ্ঠ ডেস্ক
নড়াইল প্রেসক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট এস.এম. আব্দুল হক সভাপতি এবং এম.এম. মাহবুবুর রশিদ লাবলু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার (৭ জুলাই) রাতে প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এস.এম. ইকবাল হোসেন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হলে প্রতিটি পদের বিপরীতে শুধুমাত্র একটি করে বৈধ মনোনয়নপত্র পাওয়া যায়। ফলে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়।
নির্বাচিত কমিটির মধ্যে রয়েছেন—
সভাপতি: অ্যাডভোকেট এস.এম. আব্দুল হক (দি নিউজ টুডে), সহ-সভাপতি: অ্যাডভোকেট আজিজুল ইসলাম (একাত্তর টিভি), এম. মুনীর চৌধুরী (এনটিভি), সুলতান মাহমুদ (বাসস), সাধারণ সম্পাদক: এম.এম. মাহবুবুর রশিদ লাবলু (বাংলা টিভি), কোষাধ্যক্ষ: মোস্তফা কামাল (আরটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক: আল-আমিন (দৈনিক যায় যায় দিন), নন্দিতা বোস (ডিবিসি নিউজ), মো. ইমরান হোসেন (বণিক বার্তা ও এখন টিভি), সাংগঠনিক সম্পাদক: জহির ঠাকুর (এটিএন বাংলা) , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মুন্সী আসাদুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), আইন সম্পাদক: অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব (আইন বার্তা), দপ্তর সম্পাদক: মো. নুরুন্নবী সামদানী (দৈনিক ঢাকা), এবং নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন: অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু (দৈনিক ইত্তেফাক ও বাংলা ভিশন), অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী (প্রকাশক ও সম্পাদক দৈনিক ওশান), মো. হাফিজুর রহমান (নির্বাহী সম্পাদক সাপ্তাহিক নড়াইল বার্তা), কার্তিক দাস (দৈনিক বাংলা), কাজী হাফিজুর রহমান ( প্রকাশক ও সম্পাদক সাপ্তাহিক নড়াইলকণ্ঠ), সাইফুল ইসলাম তুহিন (চ্যানেল ২৪ ও কালের কণ্ঠ), র্মীজা নজরুল ইসলাম (মাছরাঙা টিভি) এবং খায়রুল আরেফিন রানা (নিউজ ২৪ ও দৈনিক আমার দেশ)।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করে প্রেসক্লাবের সকল সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক ধন্যবাদ জানান। তাঁরা বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে নড়াইল প্রেসক্লাবের সকল সদস্যরা সম্মিলিতভাবে দায়িত্ব পালন করে যাবেন।”
কমিটি ঘোষণার পর ক্লাব সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
প্রয়োজনে এই সংবাদ প্রতিবেদনটি সংবাদপত্র বা নিউজ পোর্টালে সরাসরি প্রকাশযোগ্য ফরম্যাটেও রূপান্তর করে দিতে পারি। জানাতে পারেন চাইলে।