টঙ্গীতে রোহিঙ্গা কিশোর আটক – Daily Gazipur Online

টঙ্গীতে রোহিঙ্গা কিশোর আটক – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে রশিদুল্লাহ রশিদ (১৫) নামের এক রোহিঙ্গা কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।গত শুক্রবার রাতে মোক্তারবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক হওয়া রশিদুল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার এইচ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তার বাবার নাম মোহাম্মদ ইলিয়াস।
পুলিশ জানায়, গত কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে রশিদুল্লাহ রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে যান। পরে গাড়িতে করে শুক্রবার সকালে টঙ্গী এলাকায় এসে নামেন। শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে মোক্তারবাড়ি রোডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তিনি। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গা বলে নিশ্চিত হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে ওই রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসছেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts