সাহাবায়ে কেরামের প্রতি পূর্ণ আনুগত্যই সুন্নীয়তের মাপকাঠি – দৈনিক আজাদী

সাহাবায়ে কেরামের প্রতি পূর্ণ আনুগত্যই সুন্নীয়তের মাপকাঠি – দৈনিক আজাদী

আহলে বায়তে রাসূল (.), সম্মানিত চার খলিফা ও নিষ্কলুষ সাহাবায়ে কেরামের প্রতি পরিপূর্ণ ভালোবাসা ও আনুগত্য প্রদর্শনই সুন্নীয়তের মানদন্ড এবং মাপকাঠি। সাহাবায়ে কেরামের প্রতি বিন্দুমাত্র অশ্রদ্ধা ও কটুক্তিই ঈমান হানিকর হিসেবে গণ্য। সাহাবায়ে কেরাম অবশ্যই সত্যের মাপকাঠি। এটাই ইসলামি আক্বিদাবিশ্বাস। সুন্নী দাবিদার হয়ে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা ও সম্মানিত চার খলিফার বিষয়ে কটুক্তি করে তারা অবশ্যই পথভ্রষ্ট।

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আহলে বায়তের স্মরণে ৩ দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের ২য় দিবসে বক্তারা একথা বলেন। গতকাল শনিবার বা’দ মাগরিব ষোলশহরস্থ আলমগীর খানকাহ শরীফে আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), কার্যনির্বাহী সদস্য পেয়ার মোহাম্মদ, মুহাম্মদ মাহবুবুল আলম, প্রফেসর মুহাম্মদ জসিম উদ্দীন, মুহাম্মদ মাহবুব ছফা, মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দীন বখতিয়ার আরও অনেকে উপস্থিত ছিলেন।

দাওয়াতে খাইর দপ্তর সচিব মাওলানা মুহাম্মদ ইমরান হাসান আলকাদেরীর সঞ্চালনায় মাহফিলে তাকরির করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ফকিহ্‌ মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, আরবি প্রভাষক হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী, চট্টগ্রাম সাদার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আযহারী। বক্তাগণ শোহাদায়ে কারবালার চেতনায় উজ্জীবিত হয়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আক্বিদাআমল যথাযথ অনুসরণের আহবান জানান।

পরিশেষে, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী বাংলাদেশসহ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা করে দো’য়া ও আখেরী মুনাজাত পরিচালনা করেন।

Explore More Districts