উড্ডয়নের আগেই আগুনের সতর্কবার্তা, বিমান থেকে লাফিয়ে পড়লেন যাত্রীরা – DesheBideshe

উড্ডয়নের আগেই আগুনের সতর্কবার্তা, বিমান থেকে লাফিয়ে পড়লেন যাত্রীরা – DesheBideshe



উড্ডয়নের আগেই আগুনের সতর্কবার্তা, বিমান থেকে লাফিয়ে পড়লেন যাত্রীরা – DesheBideshe

মাদ্রিদ, ০৫ জুলাই – স্পেনের পালমা দে মালোর্কা বিমানবন্দর থেকে উড্ডয়নের আগ মুহূর্তে রায়ানএয়ারের একটি বিমানে অগ্নিকাণ্ডের ভুল সতর্কবার্তায় প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েছেন যাত্রীরা। এই ঘটনায় ওই বিমানের অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে আগুনের ভুল সতর্ক সংকেতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পরে ফ্লাইটটি স্থগিত ঘোষণা করা হয়।

বিবৃতিতে রায়ানএয়ার বলেছে, বিমানের জরুরি বহির্গমন দরজা ব্যবহার করে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। সেখান থেকে বিমানবন্দরের টার্মিনালে ফেরত নেওয়া হয় তাদের। তবে বিমানটিতে অগ্নিকাণ্ডের কোনও ঘটনা ঘটেনি।

রায়ানএয়ার বলেছে, হুড়োহুড়ি করে বেরিয়ে আসার সময় কয়েকজন যাত্রী হালকা আহত হয়েছেন। তবে বিমানের ক্রুরা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা সহায়তা দিয়েছেন।

‌‌‌‌‘‘যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে আমরা দ্রুত একটি বিকল্প বিমানের ব্যবস্থা করেছি। ওই বিমানটি শনিবার সকাল ৭টা ৫ মিনিটে পালমা থেকে যাত্রীদের নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশে উড্ডয়ন করেছে।’’

স্থানীয় সংবাদমাধ্যম মালোর্কার প্রতিবেদনে বলা হয়েছে, রায়ানএয়ারের বোয়িং ৭৩৭-এর ফ্লাইটের এই ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর নয়। তাদের মধ্যে ৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া বাকিদের সবাইকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়।

স্বল্পমূল্যের আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ারের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ব্রিটিশ পর্যটকদের মাঝে। স্পেন ও দক্ষিণ ইউরোপের উপকূলীয় এলাকা ও বালেয়ারিক দ্বীপপুঞ্জে ভ্রমণকারীদের পছন্দের শীর্ষে রয়েছে রায়ানএয়ার।

স্পেনের রাষ্ট্রায়ত্ত বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যায়েনা বলেছে, শুক্রবার রাতে পালমা দে মালোর্কা বিমানবন্দরে রায়ানএয়ারের বিমানে একটি ঘটনা ঘটেছিল। তবে সেটিতে কোনও অগ্নিকাণ্ড ঘটেনি। এছাড়া বিমানবন্দরের কার্যক্রমেও এর কোনও প্রভাব পড়েনি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৫ জুলাই ২০২৫



Explore More Districts