টানা নয় দিন পানি ছাড়া কিছুই খান না নার্গিস

টানা নয় দিন পানি ছাড়া কিছুই খান না নার্গিস

হটারফ্লাই ইউটিউব চ্যানেলে সোহা আলী খানের সঙ্গে আড্ডায় নার্গিস বলেন, ‘বছরে দুইবার আমি উপবাস করি, কোনো খাবার না—শুধু পানি খাই টানা ৯ দিন। এটা খুব কঠিন। কিন্তু একবার শেষ হলে দেখবেন, পুরো লুকই বদলে যায়। চেহারা চকচক করে, চোয়াল স্পষ্ট হয়ে ওঠে। তবে আমি কাউকে এটা করার পরামর্শ দেব না।’

Explore More Districts