সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দিয়েছে সিলেট মহানগর ছাত্রদল।
গত ২৮ জুন অনুমোদিত ৫৭ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ এই কমিটিতে কামরান উদ্দিন অপুকে সভাপতি এবং সাহান আল খান মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি: জাকির হোসেন সহ-সভাপতি: খালেদ আহমদ, অতিরিক্ত সহ-সভাপতি: তারেক আজিজ মুন্না, মো. রাকিবুল হাসান, সোলেমান রাহাত, সুবেদ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক: মাহফুজ আহমদ, যুগ্ম সম্পাদক (৯ জন): মাহিয়ান রিদাদ ভূঁইয়া, রেজুয়ান হোসেন সানি, মো. মাছুম আহমদ, ছালিম উদ্দিন, সুজন মিয়া, শেখ মুহিন আল নাদিম, নোমানুল হক সানি, হুমায়ুন রশিদ তানভির ও আবুল হাসান খায়রুল, সাংগঠনিক সম্পাদক: মো. রাইয়ান আহমেদ রাফি, সহ সাংগঠনিক সম্পাদক: তাওহিদ আহমদ, মাহি উদ্দিন, রিপন আলী, ফারহান আহমদ,দপ্তর সম্পাদক: ছাব্বির আহমদ,সহ-দপ্তর সম্পাদক: তরিকুল ইসলাম তারেক,প্রচার সম্পাদক: রায়হান আহমদ মাহফুজ, সহ-প্রচার সম্পাদক: মো. তানভির হাসান তানিম,ছাত্রী বিষয়ক সম্পাদক: মাহি বি মৌরি,সহ-সম্পাদক: ছামিয়া আক্তার অন্তরা, ক্রীড়া সম্পাদক: আশরাফুল ইসলাম রাহাদ, সহ ক্রীড়া সম্পাদক: সাকিব আহমদ,তথ্য ও গবেষণা সম্পাদক: মো. সেজান মাহমুদ,সহ-সম্পাদক: আনিসুর রহমান খাঁন,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: ইকরামুল হাসান বাপ্পি,সহ সম্পাদক: জামিল আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক: জুবায়ের আহমদ আনসারী,সহ-সম্পাদক: সজিব চন্দ্র দেব।
কমিটির ২০ জন সাধারণ সদস্য হলেন: বিজয় সরকার, ইয়াছিন আহমেদ নাহিদ, সুলেমান মিয়া, রবিন আহমদ, ফাহিম আহমদ ছাব্বির, ছায়েম আহমদ, মিরাজ হোসেন মামুন, এমডি রিফাত, মাহিন আহমদ, ওমর হাসান, তনয় মজুমদার, সাদিক আহমদ, তাহমিদ আহমদ, সাইফুল ইসলাম বাছিত, তাসকিন আহমদ শিমুল, মাহমুদুল হাসান অমর, জুবায়ের শাহরিয়ার, তানজিম আহমদ ও মুন্নু আহমদ।
সিলেট মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, এ কমিটির নেতৃত্বে মদন মোহন কলেজে ছাত্রদল আরও শক্তিশালী ও সংগঠিত হবে।