মুলাদীতে প্রশাসনের অনুমতি ছাড়াই বিএনপি নেতার মেলার আয়োজন ॥ ভেঙ্গে দিলো পুলিশ
৫ July ২০২৫ Saturday ১২:০০:০৪ AM
মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
মুলাদীতে প্রশাসনের অনুমতি ছাড়াই মেলার আয়োজন করেছিলেন বিএনপি নেতারা। উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের মোন্তাজপুর বাজারে এ মেলার আয়োজন করা হয়েছিলো। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুলিশ মেলা ভেঙ্গে দেয়। বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) নির্দেশে মেলা ভেঙ্গে দেওয়া হয়েছে বলে জানায় থানা পুলিশ। পুলিশ জানায়, সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির বাঘার নেতৃত্বে বিএনপি নেতারা মোন্তাজপুর বাজারে ‘বর্ষা আনন্দ’ নামে মেলার আয়োজন করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেলার আয়োজন সম্পন্ন হয়। আয়োজকরা গত এক সপ্তাহ ধরে বাজারের মধ্যে প্যা-েল, স্টল ও মাইক স্থাপন করে গান বাজনা শুরু করেছিলেন। এইচএসসি পরীক্ষার মধ্যে মসজিদ ও মাদ্রাসার পাশে মেলার আয়োজন করায় আপত্তি জানায় উপজেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। কিন্তু আয়োজকরা ইসলামী আন্দোলন নেতাকর্মীদের বাধা উপেক্ষা করে মেলা করার ঘোষণা দেন। পরে উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি এফএম মাইনুল ইসলাম এইচএসসি পরীক্ষা ও ধর্মীয় অনুভূতির বিষয়টি উল্লেখ করে মেলা বন্ধের জন্য উপজেলা প্রশাসন ও বরিশাল রেঞ্জ ডিআইজির কাছে আবেদন করেন। পরে বৃহস্পতিবার রাতে উপপরিদর্শক (এসআই) শাহজাহানের নেতৃত্বে একদল পুলিশ মেলার প্যান্ডেল ও স্টল ভেঙ্গে দেয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, উপজেলার মধ্যে মেলার কোনো অনুমতি নেই। তাই রেঞ্জ ডিআইজির নির্দেশে পুলিশ মেলা ভেঙ্গে দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, উপজেলার মধ্যে মেলা আয়োজনের অনুমতির জন্য কেউ আবেদন করেননি। জেলা প্রশাসকের কাছ থেকেও কাউকে অনুমতি দেওয়া হয়নি। প্রশাসনের অনুমতি ছাড়া উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মেলা আয়োজন করায় ভেঙ্গে দেওয়া হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাংবাদিকের নামে বিএনপি নেত্রীর মামলা
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও হাসপাতালে ভর্তি ২০৪ রোগী, ১০১ জনই বরিশাল বিভাগের
জাপার অফিস ভাঙচুর: গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
নির্বাচনে পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
বরিশালে আগুনে পুড়ে ২ দোকান ও ২ বসতবাড়ি পুড়ে ছাই